মানব জীবনে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কোনো বিকল্প নেই। জীবনপথের বাঁকে বাঁকে এমন বহু ঘটনার সাক্ষী আমাদের হতে হয়, যাকে ইতিবাচক-নেতিবাচক দুভাবেই নেয়া যায়। কিন্তু যে বিষয়টিকে ইতিবাচকভাবে নেয়াও সম্ভব সেটাকে নেতিবাচকভাবে গ্রহণ করলে সমস্যা ও জটিলতা বাড়বে বৈ কমবে না। পক্ষান্তরে ইতিবাচকভাবে নিলে সমস্যা হবে কম, মন থাকবে পরিষ্কার এবং সম্পর্ক থাকবে উষ্ণ। পজিটিভ থিংকিংয়ের মতো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে লিখেছেন পজিটিভ মানুষ হাসান শুয়াইব। গদ্যময় একটি ধারাবর্ণনার মধ্য দিয়ে পজিটিভ থিংকিংয়ের অসংখ্য নমুনা আর অনুশীলন তিনি তুলে এনেছেন। গন্ধম ফল খাওয়ার প্রতি হযরত হাওয়া কর্তৃক হযরত আদম আ. কে প্ররোচিত করা, বিভিন্ন যুদ্ধ ও ঐতিহাসিক ঘটনায় হযরত উসমানের অনুপস্থিতি কিংবা হাল জমানায় আলেম সমাজের প্রতি একশ্রেণীর মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি—কী নেই এখানে! রীতিমতো মুগ্ধকর গদ্যশৈলীতে হাসান শুয়াইব পোস্টমর্টেম করেছেন এমন বহু নেতিবাচক বিষয়ের, স্বচ্ছ চিন্তার সামান্য অনুশীলনে যেখান থেকে দাঁড়াতে পারে শিক্ষণীয়, সম্মানযোগ্য ও পজিটিভ একটি পরিণতি। বাংলাভাষী পাঠকদের মনে এই বইটি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি দাঁড় করাতে সক্ষম হবে— একথা আমি নির্দ্বিধায় বলতে পারি।
The product will be delivered subject to order stock. Due to unavoidable reasons, delivery of the product may take longer than the promised delivery time. If your delivery address is within Dhaka city, products will be delivered by within 2-3 business days. If it is outside Dhaka then it will take 3-7 business days. If you order after 3 PM, it will be considered as an order of next business day. You can check our delivery Area Coverage.
Tamralipi reserves the right to cancel your order at any time for unavoidable reasons, even after order confirmation. In this case, if the advance price is paid, the required information for a refund bKash number and you will be refunded within a maximum of 5 working days after canceling the order.
muhammad ashraful –
গল্প জীবনের কথা বলে। আর এই গল্প যদি হয় জীবনের মোড় পরিবর্তন করে দেয়ার মতো! তাহলে সেটা হয়ে যায় জীবন বাঁচানো ঔষধ। লেখক বাস্তবিক জীবনের সাথে মিলে যায় এমন একগুচ্ছ ইতিবাচক গল্প দিয়ে এই বইটি সাজিয়েছেন। প্রতিটি গল্পে পাঠক খুঁজে পাবে তার জীবনের জন্য প্রয়োজনীয় কিছু রসদ।
কুরআন ও হাদিসের মিশেলে লেখা গল্পগুলো থেকে পাওয়া শিক্ষা আপনার বিবেককে নাড়া দেবে। জীবনের ভুলগুলো শুধরে নিয়ে নতুন করে বাঁচতে বড্ড ইচ্ছে হবে আপনার। সুখী হওয়ার জন্য ইতিবাচক মনমানসিকতা লালন করা কতটা জরুরী সেটা খুব ভালো উপলব্ধি করতে পারবেন। প্রতিটি গল্প আপনার বিশ্বাসকে আলোড়িত করবে। মুগ্ধতা ছড়িয়ে যাবে হৃদয় আকাশে।
‘শত্রু তুমি বন্ধু তুমি’ গল্পের মাধ্যমে শিখলাম- কোনো অপরাধী থেকে যত বড় অপবাদ আসুক না কেন, তাকে ক্ষমা করার মতো মানসিকতার অধিকারী হতে হবে। যারা মানুষকে ক্ষমা করে তাদেরকে আল্লাহ শুধু ভালোবাসেন না, খুব বেশি ভালোবাসেন। আমি যদি আল্লাহর খুব প্রিয় কেউ হতে চাই, তাহলে মানুষকে মন থেকে ক্ষমা করে দেয়ার মতো মানসিকতা থাকা চাই।
‘ধ্রুবতারাগণ’ গল্পের দ্বারা জানলাম সাহাবায়ে কেরাম যাদের ওপর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন মর্মে কুরআনে আয়াত নাজিল হয়েছে, তাদের ব্যাপারে অন্তরে মন্দ ধারণা রাখা যাবে না। সবসময় মনে রাখতে হবে, কোনো মানুষ-ই ভুলের ওপরে নাই। অহেতুক রাসূল (সা.) এর সাহাবীদের ব্যাপারে দোষারোপ করা শয়তানের কুমন্ত্রণা ছাড়া কিছু না।
‘বোঝা না বোঝার হিসেব’ গল্পের আলোকে বুঝলাম, স্ত্রী অসুস্থ হলে সব কাজ থেকে ছুটি নিয়ে স্ত্রী’কে সঙ্গ দিতে হবে। নবীজি (সা.) উসমান (রা.) এর স্ত্রী অসুস্থ থাকার কারণে তাকে বদর যুদ্ধ থেকে অব্যাহতি দিয়েছেন। এ ঘটনা যেসকল স্বামী জানবে, তাঁরা কখনও স্ত্রী’র অসুস্থতার সময় তার সেবা যত্ন করা ছেড়ে দিয়ে কোথাও যাওয়ার কথা কল্পনাও করতে পারবে না। একজন আদর্শ স্বামী হওয়ার জন্য পরিস্থিতি বুঝে চলার বিকল্প নাই। একজন অসুস্থ স্ত্রীর কাছে তার স্বামীই পরম আরাধ্য ব্যক্তি।
muhammad ashraful –
গল্প জীবনের কথা বলে। আর এই গল্প যদি হয় জীবনের মোড় পরিবর্তন করে দেয়ার মতো! তাহলে সেটা হয়ে যায় জীবন বাঁচানো ঔষধ। লেখক বাস্তবিক জীবনের সাথে মিলে যায় এমন একগুচ্ছ ইতিবাচক গল্প দিয়ে এই বইটি সাজিয়েছেন। প্রতিটি গল্পে পাঠক খুঁজে পাবে তার জীবনের জন্য প্রয়োজনীয় কিছু রসদ।
কুরআন ও হাদিসের মিশেলে লেখা গল্পগুলো থেকে পাওয়া শিক্ষা আপনার বিবেককে নাড়া দেবে। জীবনের ভুলগুলো শুধরে নিয়ে নতুন করে বাঁচতে বড্ড ইচ্ছে হবে আপনার। সুখী হওয়ার জন্য ইতিবাচক মনমানসিকতা লালন করা কতটা জরুরী সেটা খুব ভালো উপলব্ধি করতে পারবেন। প্রতিটি গল্প আপনার বিশ্বাসকে আলোড়িত করবে। মুগ্ধতা ছড়িয়ে যাবে হৃদয় আকাশে।
‘শত্রু তুমি বন্ধু তুমি’ গল্পের মাধ্যমে শিখলাম- কোনো অপরাধী থেকে যত বড় অপবাদ আসুক না কেন, তাকে ক্ষমা করার মতো মানসিকতার অধিকারী হতে হবে। যারা মানুষকে ক্ষমা করে তাদেরকে আল্লাহ শুধু ভালোবাসেন না, খুব বেশি ভালোবাসেন। আমি যদি আল্লাহর খুব প্রিয় কেউ হতে চাই, তাহলে মানুষকে মন থেকে ক্ষমা করে দেয়ার মতো মানসিকতা থাকা চাই।
‘ধ্রুবতারাগণ’ গল্পের দ্বারা জানলাম সাহাবায়ে কেরাম যাদের ওপর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন মর্মে কুরআনে আয়াত নাজিল হয়েছে, তাদের ব্যাপারে অন্তরে মন্দ ধারণা রাখা যাবে না। সবসময় মনে রাখতে হবে, কোনো মানুষ-ই ভুলের ওপরে নাই। অহেতুক রাসূল (সা.) এর সাহাবীদের ব্যাপারে দোষারোপ করা শয়তানের কুমন্ত্রণা ছাড়া কিছু না।
‘বোঝা না বোঝার হিসেব’ গল্পের আলোকে বুঝলাম, স্ত্রী অসুস্থ হলে সব কাজ থেকে ছুটি নিয়ে স্ত্রী’কে সঙ্গ দিতে হবে। নবীজি (সা.) উসমান (রা.) এর স্ত্রী অসুস্থ থাকার কারণে তাকে বদর যুদ্ধ থেকে অব্যাহতি দিয়েছেন। এ ঘটনা যেসকল স্বামী জানবে, তাঁরা কখনও স্ত্রী’র অসুস্থতার সময় তার সেবা যত্ন করা ছেড়ে দিয়ে কোথাও যাওয়ার কথা কল্পনাও করতে পারবে না। একজন আদর্শ স্বামী হওয়ার জন্য পরিস্থিতি বুঝে চলার বিকল্প নাই। একজন অসুস্থ স্ত্রীর কাছে তার স্বামীই পরম আরাধ্য ব্যক্তি।
muhammad ashraful –
ভালো পাঠক হওয়ার কারণে গল্প লেখার হাত ভালো। বিষয়বস্তু নির্বাচন থেকে শুরু করে গল্পের আবহ তৈরী, সুনিপুণ বর্ণনাশৈলী, যুতসই শব্দ নির্বাচন, উপমার নান্দনিকতা আপনার মনে দাগ কাটতে বাধ্য।
বইতে স্থান পাওয়া প্রতিটি ইতিবাচক মনোভাব লালনের গল্প থেকে মন ইতিবাচক চেতনা পাবে। আপনি এতদিন যে বিষয়গুলোকে সহজভাবে ভাবতে পারতেন না, মেনে নিতে পারতেন না এমন বহু বিষয়কে বইতে সহজভাবে মেনে নেওয়ার মতো করে উপস্থাপন করা হয়েছে।
ব্যক্তি থেকে শুরু করে পরিবার সমাজ এ বইয়ের শিক্ষা বাস্তবায়ন করতে পারলে আগামী প্রজন্ম সুস্থ মনমানসিকতা নিয়ে বড় হবে এমনটা হলফ করে বলা যাচ্ছে। অন্য আর দশটা পজিটিভ থিংকিং বই আর এই বইয়ের পার্থক্য হলো—এতে আপনি বিভিন্ন চিন্তা, মনোভাবকে ধর্মীয় চেতনার আলোতে দেখতে পাবেন। ধর্মীয় বিশ্বাস যেভাবে মুসলিমের মনে রেখাপাত করে সেটা আর দশটা গতানুগতিক অনুপ্রেরণামূলক বইতে পাবেন না। উপরন্তু এ বইতে পাঠক মনকে ধরে রাখার জন্য লেখক এমন সব উপকরণ সংযুক্ত করেছেন, যা আপনাকে এক বসাতে পুরো বই শেষ করতে আগ্রহী করে তুলবে।
কিছুটা দীর্ঘ গল্পগুলো আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। একদম শুরু থেকে শেষ অবদি যেভাবে লেখক কাহিনী বর্ণনা পরম্পরায় কুরআন, হাদিস এবং বিপুল ইসলামী ইতিহাসের পটভূমি লিখে গেছেন সে দিকটা বেশ মুগ্ধ মতো হওয়ার মতো। এমন বই পড়ে পাঠক টাকা উশুলের পাশাপাশি অনেক অজানা বিষয় জানারও সুযোগ পাচ্ছে। চিন্তার গভীরতা প্রখর হওয়ার জন্য, ভাবনার আকাশ প্রশস্ত করার জন্য ইতিবাচক তথা পজিটিভ মনমানসিকতার অধিকারী হতে পড়তে পারেন বই ‘পজিটিভ থিংকি’।